পিরোজপুরের পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোরশেদ আলম। ছবি : বাংলাদেশ পুলিশ

বরিশাল রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মো. মঞ্জুর মোরশেদ আলম বলেছেন, আসন্ন দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের সবচেয়ে বড় উৎসব আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে পারবেন। এ জন্য পুলিশ সব ধরনের ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পিরোজপুরের পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে ডিআইজি মঞ্জুর মোরশেদ বলেন, পিরোজপুরকে সন্ত্রাসমুক্ত জেলা বানানো হবে।

মতবিনিময় সভায় অংশ নেওয়া সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলাদেশ পুলিশ

পিরোজপুরের নবনিযুক্ত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ।