পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন নিশ্চিত করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজশাহী নগরীতে সব ধরনের অস্ত্রশস্ত্র বহন, আতশবাজি ও পটকা ফোটানো এবং বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, কেনা-বেচা ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া রোববার সন্ধ্যা থেকে সারা রাত অনুমোদিত বারগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।