গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগের জমজমাট এক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে লিভারপুল।
কালকের ম্যাচে লিভারপুল জয় পায় ৪-২ গোলের ব্যবধানে। তবে, ম্যাচের ১০ মিনিটেই ফার্নান্দেসের গোলে এগিয়ে যায় ম্যান ইউ। ম্যাচের ৩৪ মিনিটে ডিয়েগো জোতার গোলে সমতা ফেরায় লিভারপুল। প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে রবার্তো ফিরমিনোর গোলে এগিয়ে যায় তারা।
দ্বিতীয়ার্ধে শুরুতেই আবারও গোল করে ফিরমিনো। ম্যাচের ৬৮ মিনিটে মার্কাস রাশফোর্ড একটি গোল শোধ করলে ম্যাচে উত্তেজনা তৈরি হয়। তবে, ৯০ মিনিটে সালাহের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।
এ জয়ের পর লিগের ৩৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে লিভারপুল। ৩৬ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে ম্যান ইউ। তবে, ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা আগেই নিশ্চিত করে ফেলেছে ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা ম্যান সিটির সংগ্রহ ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট।