ভুক্তভোগী কৃষক সৈয়দ আব্দুস সালাম। ছবি : বাংলাদেশ পুলিশ

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের সহায়তায় উদ্ধার হয়েছেন লিবিয়ায় পাচার হওয়া কৃষক সৈয়দ আব্দুস সালাম (৪২)। দেশে ফিরে রোববার (২২ সেপ্টেম্বর) আদালতে জবানবন্দি দিয়েছেন ভুক্তভোগী।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন পিপিএম জানান, ভুক্তভোগী সালামের বাড়ি যশোরের বাঘারপাড়া থানাধীন খলসী গ্রামে। তিনি পেশায় কৃষক। আর্থিক সচ্ছলতার জন্য বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বিষয়টি জানতে পেরে সালামকে ইতালিতে পাঠানোর প্রস্তাব দেন প্রতিবেশী নওয়াব আলী। এ জন্য তাঁদের মধ্যে ৪ লাখ টাকায় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী গত বছরের ২২ মার্চ সালামকে দুবাই নিয়ে যান নওয়াব। পরে সেখান থেকে মিশর হয়ে লিবিয়ায় নিয়ে আটকে রাখেন তাঁকে। মাসখানেক পর ইতালিতে পাঠানোর কথা বলে সালামকে অজ্ঞাতপরিচয় কয়েকজনের কাছে পাঠান নওয়াব। সেখান থেকে তাঁকে পাঠানো হয় আসামি নাদিম ও হাসানের কাছে।

তবে আসামিরা সালামকে অজ্ঞাত স্থানে আটকে রেখে মুক্তিপণের দাবিতে নির্যাতন করেন। এরপর বিভিন্ন সময় সালামের পরিবারের কাছ থেকে ১৫ লাখ টাকা আদায় করেন। এরপরও সালামকে মুক্তি না দেওয়ায় পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে, সালাম মানব পাচার চক্রের কাছে জিম্মি। পরে সালামের পরিবার আদালতে মামলা করেন।

পুলিশ সুপার রেশমা শারমিন পিপিএম জানান, তদন্তের এক পর্যায়ে মানব পাচার চক্রের সদস্য নওয়াবের সঙ্গে যোগাযোগ করে পিবিআই। নওয়াব ভুক্তভোগী সালামকে পিবিআইয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলিয়ে দেন। পরে সালামকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন নওয়াব। পিবিআই যশোরের সার্বিক প্রচেষ্টায় দেশে ফিরে আসেন সালাম। দেশে ফিরে আদালতে জবানবন্দি দিয়েছেন তিনি।