ওপেনার লিটন দাসের ঝড়ো ইনিংসের পরও ভারতের কাছে হারতে হলো বাংলাদেশ ক্রিকেট দলকে।
জয়ের জন্য ১৮৫ রানের টার্গেটে ওপেনার হিসেবে ইনিংস শুরু করে ভারতীয় বোলারদের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছেন লিটন। ভারতের বোলারদের তুলোধুনো করে ২১ বলে লিটনের হাফ-সেঞ্চুরিতে ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান পেয়ে যায় বাংলাদেশ।
এরপর বৃষ্টি নামলে ম্যাচে ১৬ ওভারে ১৫১ রানের নতুন টার্গেট পায় বাংলাদেশ। বৃষ্টির পর খেলা শুরু হলে দ্বিতীয় বলে লিটন রান আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। ৬৮ রানে প্রথম উইকেট পতনের পর ১০৮ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে টাইগাররা।
তারপরও শেষ দিকে নুরুল হাসান-তাসকিন আহমেদের লড়াই বাংলাদেশকে বৃষ্টি আইনে ৫ রানের হার থেকে রক্ষা করতে পারেনি। এই হারে সেমিফাইনালের দৌঁড়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ।
৪ খেলায় ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল ভারত। ৪ খেলায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানেই থাকল বাংলাদেশ। ৩ খেলায় ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা।