গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর ঢাকায় নেওয়া হয় হতদরিদ্র আজাদ হোসেনকে (৩৮)। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। এরপর অর্থসংকটে লাশ বাড়ি নিতে পারছিল না পরিবারটি। এই অবস্থায় পরিবারটির পাশে দাঁড়ান এক পুলিশ কর্মকর্তা। তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা দিয়ে আজাদের লাশ বাড়ি নেওয়ার ব্যবস্থা করেন তিনি। খবর প্রথম আলোর।
মানবিক এই পুলিশ কর্মকর্তার নাম সাগর সিকদার। তিনি ঝিনাইদহের মহেশপুর থানার দত্তনগর পুলিশ ফাঁড়িতে কাজ করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, আজাদ হোসেন ঢাকায় ১৩ ফেব্রুয়ারি (রোববার) সকালে মারা যান। তাঁর বাড়ি ঝিনাইদহের মহেশপুরের কুশাডাঙ্গা গ্রামে। অর্থাভাবে আজাদের লাশ ঢাকা থেকে বাড়ি নিতে পারছিল না পরিবার। এ কথা শুনে মহেশপুরের দত্তনগর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা সাগর সিকদার তাৎক্ষণিক ১২ হাজার টাকা গাড়িভাড়া আজাদের স্বজনদের হাতে তুলে দেন।
দত্তনগর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা সাগর সিকদার বলেন, অল্প কিছু টাকার জন্য স্বজনের লাশ বাড়ি আনতে হিমশিম খাচ্ছিলেন পরিবারের সদস্যরা। বিষয়টি জেনে তাঁর খুব খারাপ লাগে। সেই জন্যই তিনি সহযোগিতা করেছেন।