লালমনিরহাটে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালমনিরহাটের কালীগঞ্জ থানা এলাকায় ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. ইমরান মিয়া। তাঁর কাছ থেকে ৩৫ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, লালমনিরহাটের কালীগঞ্জ থানা-পুলিশের একটি দল ১৪ এপ্রিল থানার দলগ্রাম ইউনিয়নের বুকসুলা ব্রিজের কাছে অভিযান চালিয়ে ফেনসিডিল, মোটরসাইকেলসহ ইমরানকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।