লালমনিরহাটে পুলিশের বিশেষ অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। আদিতমারী থানা এলাকা থেকে ২ মে (সোমবার) তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই আসামির নাম মো. জাহিদুল ইসলাম ওরফে শাওন ও মঞ্জুরুল আলম ওরফে মঞ্জুর। তাদের কাছ থেকে ৯৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, লালমনিরহাটের আদিতমারী থানা-পুলিশের একটি দল ২ মে থানার সাপ্টিবাড়ী ইউনিয়নের সাপ্টিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ও মঞ্জুলকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে। এ সময় মো. মজিবর রহমান নামে আরেক আসামি পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আদিতমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।