লালমনিরহাটে ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

লালমনিরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সদর থানা এলাকা থেকে ২৫ এপ্রিল (সোমবার) বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. মিজনু (২৭)। তাঁর কাছ থেকে দেড় কেজি গাঁজা জব্দ করা হয়।

জেলা পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি দল ২৫ এপ্রিল বিকেল সোয়া ৪টার দিকে লালমনিরহাট সদর থানার কালমাটি এলাকায় অভিযান চালিয়ে গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ মিজনুকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।