লালমনিরহাটে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। লালমনিরহাটের কালীগঞ্জ থানা এলাকায় ১৬ এপ্রিল (শনিবার) দুপুরে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. রফিকুল ইসলাম (৩২)। তাঁর কাছ থেকে ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি দল কালীগঞ্জ থানার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায় ১৬ এপ্রিল বেলা পৌনে ১টার দিকে অভিযান চালিয়ে গাঁজাসহ রফিকুলকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।