নাটোরের লালপুরে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
লালপুর থানার পুলিশ আজ সোমবার (১৫ মার্চ) সাধুপাড়া গ্রামের জনৈক নূর উদ্দিনের আমবাগানের পাশে পানিশূন্য ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
মৃত শিশুর নাম মোছাঃ ইশা খাতুন (৪) । সে সাধুপাড়া গ্রামের মো: ইলিয়াস আলীর মেয়ে
জানা গেছে, শিশুটিকে সকাল ৯টার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরবর্তীতে তার পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে স্থানীয় মসজিদে মাইকিং করে।
ভিকটিম ইশা খাতুনের গলায় দাগ ও নাক দিয়ে রক্ত বের হওয়া দেখা যায়।
নাটোরের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।