ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক এক আসামিকে গ্রেপ্তার করেছে লাকসাম রেলওয়ে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা ট্রেনের ছাদে ওঠে ছাইম, পলাশ ও চাদ। তাদের সঙ্গে আরও দুজন ওঠে ছাদে।
রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে অজ্ঞাতনামা ওই দুজন ছাইম, পলাশ ও চাদের কাছে চাঁদা দাবি করে। ওই সময় টাকা দিতে না পারায় ওই দুজন ছাইম, পলাশ ও চাদকে মারধর করে ট্রেনের ছাদ থেকে ফেলে দেয়।
তিনজনের মধ্যে পলাশ ও চাদকে লাকসাম রেলওয়ে থানাধীন বাগমারা বাজারের পাশে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। ছাইমের লাশ ফতেহপুর রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়।
ওই ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় ১২ সেপ্টেম্বর মামলা করা হয়। সে মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে আখাউড়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।