লাইকি অ্যাপের মাধ্যমে এক নারীর সঙ্গে প্রতারণার ঘটনায় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর।
পিবিআই যশোর বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, যশোরের বাঘারপাড়ার জয়পুর এলাকার তানজির হাসান ওরফে মিশন (২১) রিমা খাতুনের (ছদ্মনাম) নগ্ন ছবি লাইকি অ্যাপের মাধ্যমে প্রচার করেন। এমনকি মিশন তাঁর ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে প্রবাসী জসিম উদ্দিনের হোয়াটসঅ্যাপে ওই নারীর আপত্তিকর ছবি পাঠান।
এ বিষয়ে গতকাল বুধবার যশোর পিবিআইয়ের কাছে আবেদন করা হলে পিবিআই যশোরের আভিযানিক দল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাঘারপাড়ার জয়পুর থেকে মিশনকে আটক করে।
পরবর্তী সময়ে বাঘারপাড়া থানায় হওয়া মামলায় মিশনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।