লক্ষ্মীপুরে দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে কমলনগর থানা–পুলিশ। কমলনগর থানার চর কাদিরা এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই আসামির নাম আবদুর রহমান (৪৫)। একটি মামলায় তাঁকে চার মাসের কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানার দণ্ড দিয়েছেন আদালত।
লক্ষ্মীপুর জেলা পুলিশের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, কমলনগর থানা-পুলিশের একটি দল কমলনগরের চর কাদিরা এলাকায় অভিযান চালিয়ে আবদুর রহমানকে গ্রেপ্তার করে। এরপর তাঁকে আদালতে পাঠানো হয়।