বরিশাল নৌ থানা-পুলিশ ১ লাখ ২৭ হাজার মিটার কারেন্ট জাল এবং ১২২ কেজি জাটকা জব্দ করেছে। অভিযানে দুটি ড্রেজার জব্দ করা হয়েছে।
বুধবার (২০ মার্চ) নৌ পুলিশ জানায়, মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে এসব জাল ও মাছ জব্দ করা হয়।
জব্দ করা জালের আনুমানিক দাম ৩৮ লাখ ১০ হাজার টাকা এবং মাছের দাম ৩৬ হাজার ৬০০ টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।