অভিযান চালিয়ে ৯৮০ গ্রাম হেরোইনসহ মো. সাদ্দাম হোসেন (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়।
শনিবার ঢাকা জেলার ধামরাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৪ এর মিডিয়া বিভাগ।
র্যাব-৪ জানায়, ঢাকা জেলার ধামরাই এলাকায় অভিযান চালিয়ে ৯৮০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তি বেশ কিছুদিন ধরে লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।