কুড়িগ্রামের রৌমারী থানা-পুলিশের অভিযানে ২৬২ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক কারবারি মো. শাহিন মিয়াকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৩ মার্চ) রৌমারী উপজেলা পরিষদের সামনের সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ড থেকে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি শাহিনের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী থানা এলাকায়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন জানান, আসামির বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।