নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার পর বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন ভারতের পেসার নবদ্বীপ সাইনিও।
পেটের পেশির ইনজুরিতে পড়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন সাইনি। ব্যাঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ইনজুরি থেকে সুস্থ হতে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি। খবর বাসসের।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়েছে, দলের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঢাকা টেস্টে খেলতে পারবেন না সাইনি।
বাম হাতের বুড়ো আঙুলের ইনজুরির কারণে ঢাকা টেস্টে খেলতে পারবেন না অধিনায়ক রোহিতও।
চট্টগ্রামে হওয়া প্রথম টেস্টে ১৮৮ রানে জয় পেয়েছিল ভারত। ২২ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।