কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে ৪৫২টি ইয়াবা বড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে। উখিয়া থানার কুতুপালং পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা শিবিরে ১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত চারজন হলেন মো. আলম (৩৬), খায়রুল বাশার (২৬), মো. আব্দুর রাজ্জাক (২৫) ও হেলাল আহমেদ (৩৫)।
এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএনের কুতুপালং পুলিশ ক্যাম্পের একটি দল রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে মো. আলমকে ৩৫০টি ও খায়রুল বাশারকে ১০২টি ইয়াবা বড়িসহ এবং আব্দুর রাজ্জাককে ও হেলাল আহমেদকে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করেছে। আলম ও খায়রুলের বিরুদ্ধে মাদক মামলা হওয়ার পর তাঁদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। রাজ্জাক ও হেলালকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।