কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প থেকে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল।
শনিবার (২২ জানুয়ারি) ভোরের দিকে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের এপিবিএন সদস্যরা ব্লক এ/হিল১১ থেকে আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামি কাজিম (৩৫) ওই ক্যাম্পের সাব-হেড মাঝি মছিউদ্দিনের ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।