কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ হাজার ২০০টি ইয়াবা বড়িসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে রোহিঙ্গা ক্যাম্প-৭ এর ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মাহমুদুল হাসান (৩৬), আমির খান (৩১) ও মোহাম্মদ হারেছ (৩১)। তাঁরা উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
এপিবিএন জানায়, আসামিদের বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।