টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শুরু হচ্ছে রোববার (১৬ অক্টোবর)। এবারের বিশ্বকাপের আয়োজক বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
এবারের বিশ্বকাপে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে স্থান পাওয়া ১২টি দলই এ বছরের (২০২২ সাল) বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পায়। তবে ওই ১২টি দলের মধ্যে আটটি দল ২০২১ সালের ১৫ নভেম্বর পর্যন্ত র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে এবারও সরাসরি সুপার টুয়েলভে খেলছে।
সুপার টুয়েলভে খেলা দলগুলো হলো স্বাগতিক অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ভারত। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নামিবিয়া ও স্কটল্যান্ডকে এবার প্রথম রাউন্ডে খেলতে হচ্ছে। বাছাইপর্ব থেকে সেরা দুই দল করে মোট চারটি দল টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। তারা হলো আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।
এবারের বিশ্বকাপের প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা, নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডস।
আর প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। এই দুই গ্রুপ থেকে সেরা চার দল সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করবে।
২২ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভ। ৯ ও ১০ নভেম্বর হবে দুটি সেমিফাইনাল। ১৩ নভেম্বর ফাইনাল খেলার মাধ্যমে পর্দা নামবে বিশ্বকাপের।
এবারের আসরে মোট প্রাইজমানির পরিমাণ ৫ দশমিক ৬ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ কোটি টাকা। এর মধ্যে চ্যাম্পিয়ন দল দল পাবে ১৬ লাখ ডলার। রানার্স-আপ দল পাবে ৮ লাখ ডলার।