চাকরি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের চালক হিসেবে। প্রেষণে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ে। সেই মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত মাইক্রোবাস চুরির সময় হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে।
গ্রেপ্তারকৃত ওই চালকের নাম মোস্তাফিজুর রহমান টিপু।
শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজিত কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উত্তর শাহজাহানপুরে ‘মানিক স্টোর’ নামের একটি দোকানের সামনে একটি মাইক্রোবাসকে সন্দেহজনক অবস্থায় দাঁড়ানো দেখে চেক করতে সামনে যায় শাহজাহানপুর থানার টহল পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দোকানের সামনে থেকে দুজন দৌড়ে পালিয়ে যায়। টহল অফিসার সঙ্গীয় ফোর্সের সহায়তায় গাড়ি নিয়ে পালাতে যাওয়া মোস্তাফিজুর রহমান টিপুকে গ্রেপ্তার করে।’
ওসি আরও বলেন, এ সময় মোস্তাফিজুরের হেফাজত থেকে দোকান থেকে চুরি করা বিভিন্ন মালপত্র ও দোকানের তালা খোলার জন্য ব্যবহৃত একগুচ্ছ চাবি, একটি প্লায়ার্স, একটি স্ক্রু ড্রাইভার এবং চোরাই কাজে ব্যবহৃত রেলপথ মন্ত্রণালয়ের স্টিকার-সংবলিত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।