নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা বাসস্ট্যান্ড এলাকায় এক রেস্তোরাঁর কর্মীকে গুলি করে হত্যার অভিযোগে এক আসামিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইউনিট নারায়ণগঞ্জ।
শুক্রবার (২ মে) রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার মাসাবো এলাকার নিজ বাড়ি থেকে আসামি মো. শাওনকে (২৩) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি রিভলবার ও ৮টি গুলি জব্দ করা হয়।
কাউন্টার টেররিজম ইউনিট নারায়ণগঞ্জের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলিসহ শাওনকে গ্রেপ্তার করা হয়। তিনি মামলার পাঁচ নম্বর আসামি। তাঁকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।