প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহার একমাত্র গোলে জয় পান জাভির শিষ্যরা।
চলতি মাসের শুরুতে প্রিমিয়ার লিগের ক্লাব লিডস ইউনাইটেড থেকে ৬০ মিলিয়ন ডলারে বার্সেলোনায় যোগ দিয়েছেন রাফিনহা। যুক্তরাষ্ট্র সফরের প্রথম ম্যাচটিতে ইন্টার মিয়ামির বিপক্ষে ৬-০ গোলের বড় জয় তুলে নিয়েছিল বার্সা। ওই ম্যাচে বার্সেলোনার জার্সি গায়ে অভিষেক হওয়া এই ব্রাজিলিয়ান গোল করেছিলেন।
শনিবার (২৩ জুলাই) লাস ভেগাসের হাই ভোল্টেজ ম্যাচে রাফিনহার জয়সূচক গোলটি আসে ম্যাচের ২৭ মিনিটে। রিয়ালের এডার মিলিতাওয়ের ভুল পাসে ডি বক্সের বাইরে বল পান রাফিনহা। বাঁ পায়ের জোরালো শটে লক্ষ্য ভেদ করেন তিনি।
ম্যাচের ১৮ মিনিটে ফেডেরিকো ভালভার্দের শট পোস্টে লেগে ফেরত না এলে তখনই এগিয়ে যেতে পারত রিয়াল। দুই মিনিট পর পেদ্রির বাড়ানো বল পেয়ে গোল করতে ব্যর্থ হন আনসু ফাতি।
এদিকে বায়ার্ন মিউনিখ থেকে আসা লেভানদোভস্কির কাল বার্সার জার্সি গায়ে অভিষেক হয়েছে। দ্বিতীয়ার্ধে তাঁর বদলি হিসেবে মাঠে নামেন পিয়েরে এমেরিক অবামেয়াং। দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মধ্যে রাফিনহার ক্রস থেকে অবামেয়াং গোলের সুযোগ হাতছাড়া করেন। ৫৯ মিনিটে মার্কো আসেনসিও ও লুকাস ভাসকুয়েজ মিলে রিয়ালকে সমতায় ফেরাতে ব্যর্থ হন। গতকালের ম্যাচে ছিলেন না রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।
মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফরে পরবর্তী ম্যাচে সান ফ্র্যান্সিসকোতে মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ডালাসে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের মোকাবিলা করবে বার্সেলোনা।