রাজধানীর বিভিন্ন রাস্তা দখলমুক্ত করতে হকার উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মতিঝিল বিভাগ।
এরই ধারাবাহিকতায় গত রোববার (২ জুন) গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ার থেকে গোলাপশাহ মাজার লিঙ্ক রোড, পুরানা পল্টন ও ফকিরাপুল এলাকায় রাস্তা দখলমুক্ত করতে হকার উচ্ছেদ করা হয়।
স্থানীয় বাসিন্দা, পথচারী ও সাধারণ মানুষ ডিএমপির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এ বিষয়ে পূবালী ব্যাংকের মতিঝিল শাখার কর্মকর্তা মিজানুর রহমান জানান, জিরো পয়েন্ট থেকে শাপলা চত্বর পর্যন্ত রাস্তা থেকে হকার উচ্ছেদ হওয়ায় যানজট ও জনদুর্ভোগ কমেছে।
ডিএমপির উপপুলিশ কমিশনার (ট্রাফিক মতিঝিল) মোহাম্মদ মইনুল হাসান পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জানান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-এর নির্দেশনায় এই অভিযান চালানো হচ্ছে।