রাষ্ট্রীয় সালামের মাধ্যমে শুরু হয়েছে বাংলাদেশ পুলিশের বার্ষিক প্যারেড। অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই প্যারেড অনুষ্ঠিত হয়।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ৩ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় এই পুলিশ প্যারেড শুরু হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের ব্যান্ড দল পরিবেশন করে জাতীয় সংগীত।
পরে কুচকাওয়াজ অধিনায়ক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্যারেড পরিদর্শনের অনুরোধ জানান। এরপর একটি খোলা জিপে করে মাননীয় প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন করেন। পরে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে শুরু হয় মার্চপাস্ট।