রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সৃষ্ট সংকটের প্রভাব মোকাবিলায় সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
বুধবার রাজধানীর একটি হোটেলে অ্যাকশন এইড বাংলাদেশ এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) উদ্যোগে আয়োজিত ‘যুব জনগোষ্ঠীর আর্থসামাজিক ঝুঁকি: উন্নয়ন নীতি এবং বরাদ্দ পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। খবর বাসসের।
তাজুল ইসলাম বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের প্রায় সকল দেশই কৃচ্ছ্রসাধন নীতি অনুসরণ করছে। জ্বালানি সংকট, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিসহ আমদানি-রপ্তানির ওপর প্রভাব পড়ছে।’
তিনি বলেন, ‘আর এটা শুধু বাংলাদেশে নয়; পুরো বিশ্বে সে প্রভাব পড়েছে। শুধু টাকার মান কমেছে এটি সঠিক নয়, ইউরো, ইয়েন, রুপিসহ অনেক দেশের মুদ্রার মান কমেছে।’
মন্ত্রী জানান, সকল দেশের সরকারই একটি লক্ষ্যমাত্রা পূরণের জন্য নীতিমালা গ্রহণের মাধ্যমে কাজ করে থাকে। পৃথিবীর কোনো দেশই গৃহীত নীতিমালার শতভাগ বাস্তবায়ন করতে পারে না। সেটা করা সম্ভবও নয়।