রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় তিভার নগরীতে বিমান প্রতিরক্ষাব্যবস্থা উন্নয়নের কাজে নিয়োজিত দেশটির একটি সামরিক গবেষণা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবারের (২১ এপ্রিল) অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন। খবর বাসসের।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন থেকে বাঁচতে প্রতিষ্ঠানটির অনেক কর্মচারী ভবনের ওপরতলার জানালা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে আসেন।
তিভার আঞ্চলিক সরকার জানায়, অগ্নিকাণ্ডে ছয়জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।
রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী শর্টসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ড ঘটে।