পুলিশের হেফাজতে গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ছবি-সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা-পুলিশ গত রোববার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া দুইটার দিকে মো. হাফিজউদ্দিন (৫০) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হাফিজউদ্দিন রাণীশংকৈল থানায় ২০০১ সালে দায়ের করা একটি হত্যা মামলার আসামি ছিলেন। খবর ইত্তেফাকের।

তিনি উপজেলার চেংমারী (চোসপাড়া) গ্রামের মো. সইফতের ছেলে।

জানা গেছে, সোর্সের মাধ্যমে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হকের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসীন আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে আসামি হাফিজউদ্দিনকে দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করে।

গতকাল সোমবার আদালতে আসামিকে সোপর্দ করা হয়েছে।