যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক শোকবার্তায় মহামান্য রাষ্ট্রপতি রানির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। খবর বাসসের।
যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসন অলংকৃত করা রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
স্থানীয় সময় বৃহস্পতিবার বাকিংহাম প্যালেস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
মাস কয়েক আগেই রানির সিংহাসনে আরোহণের ৭৫ বছর উদযাপন হয়েছিল।