রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে হলো। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তাঁকে ছুটতে হয়েছে নিউইয়র্কে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, যুক্তরাজ্যের সদ্য সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরি ট্রাস যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতাই ব্রেক্সিট ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে ট্রাসের কট্টর অবস্থানের বিরোধী।
রানি দ্বিতীয় এলিজাবেথ ৬ সেপ্টেম্বর ট্রাসকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। রাষ্ট্রের প্রধান হিসেবে এটি ছিল রানির সর্বশেষ আনুষ্ঠানিক কাজ। এর দুদিন পরেই তিনি মারা যান। দেশটিতে ১০ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়। এর ফলে ব্রিটেনের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে।
এদিকে ট্রাস বুধবার জাতিসংঘে তাঁর মূল বক্তব্যে রাশিয়ার ওপর জ্বালানিনির্ভরতা বন্ধে আন্তর্জাতিক তৎপরতা আরও জোরদারের আহ্বান জানাতে যাচ্ছেন বলে জানা গেছে। এ ছাড়া ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থনও পুনর্ব্যক্ত করবেন তিনি।