মাদারীপুর জেলার রাজৈর থানা-পুলিশ ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে।
গতকাল ৭ সেপ্টেম্বর রাত ৯টার দিকে রাজৈর থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাত্রিকালীন বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত অফিসারদের সহায়তায় রাজৈর থানাধীন রাজন্দ্রী দ্বারাদিয়া এলাকায় জনৈক জামালের মেহগনিবাগানের মধ্যে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ওই চার ডাকাতকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ডাকাতেরা হলেন শামীম চৌকিদার (৩২), সবুজ শেখ (৩৫), সিরাজ মোল্লা (৩৮) ও নজরুল ইসলাম শেখ (৪০)।
এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত
একটি লোহার তৈরি পুরোনো রামদা, একটি লোহার তৈরি পুরোনো শাবল, দুটি লোহার ২৭৫ এমএম সিলা রেঞ্চ, একটি লোহার তৈরি কাটার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডাকাতদের হেফাজত থেকে
একটি সবুজ রঙের ইজিবাইক উদ্ধার করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে সিটের নিচে টুল বক্সের মধ্যে ২টি স্ক্রু ড্রাইভার, ২টি প্লাস এবং একটি লোহার কাটার পাওয়া যায়।
আসামিরা আন্তজেলা ডাকাত ও চোর চক্রের সদস্য এবং তাঁরা পরস্পর যোগসাজশে বিভিন্ন বাড়ি, বড় বড় দোকানের তালা কেটে মালামাল লুট করেন।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে রাজৈর থানায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।