কুড়িগ্রামের রাজারহাট থানা-পুলিশের অভিযানে কুখ্যাত মাদক কারবারি মো. আইনুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রংপুর মহানগরীর তাজহাট থানাধীন মর্ডান মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি আইনুলের নামে ঢাকা, পাবনা, লালমনিরহাট ও রংপুরের আদালতে একাধিক মামলা বিচারাধীন। এসব মামলায় তাঁর বিরুদ্ধে ১০টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
কুড়িগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে রাজারহাট থানার একটি দল। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।