রাজশাহী মহানগরীতে গ্রেপ্তার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ছবি: আরএমপি

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে মতিহার থানা-পুলিশ।

গ্রেপ্তার মো. সিরাজুল ইসলাম (৪৪) রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর কাজলার প্রয়াত মানিক মিয়ার ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি সিরাজুল ইসলামের বিরুদ্ধে আরএমপির মতিহার থানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। সিরাজুলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা-পুলিশ। সোমবার সকালে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি সিরাজুল চন্দ্রিমা থানার দায়রা পার্ক মোড়ে অবস্থান করছেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১০টার দিকে চন্দ্রিমা থানার দায়রা পার্ক মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামি সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাহাজতে পাঠানো হয়েছে।

২০১৭ সালের ১৪ মার্চ রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশ ১০০ গ্রাম হেরোইনসহ সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। রাজশাহীর বিশেষ দায়রা জজ আদালত বিচার শেষে এক রায়ে আসামি সিরাজুলকে যাবজ্জীবন সাজা দেন।

সাজাপ্রাপ্ত হওয়ার পর আসামি সিরাজুল গ্রেপ্তার এড়াতে পরিবার নিয়ে নিজ বাড়ি ছেড়ে দেশের বিভিন্ন স্থানে বসবাস করতেন। তিনি ট্রাকচালক হিসেবে কাজ করতেন।