পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজশাহীর বাঘায় সনাতন ধর্মাবলম্বীর বসতবাড়ি ও জমি দখল এবং প্রতিমা ভাঙচুরের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজশাহীর আড়ানি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে বাঘা থানা-পুলিশ।

আসামি মো. আলতাফ আলীর (৫২) বাড়ি বাঘা থানাধীন জোতরঘু গ্রামে।

বাঘা থানা-পুলিশ জানায়, জোতরঘু গ্রামের বাসিন্দা রূপ সনাতন দোবে (৫০) গত ২ আগস্ট ভারতে যান। গত ৫ আগস্ট সরকার পতনের পর তিনি জানতে পারেন, আলতাফ নামের এক ব্যক্তি তাঁর বাড়িতে অনুপ্রবেশ করে তাঁর চাচি রনজু দোবেকে মারধর এবং ৪৬ হাজার টাকা লুট করেছেন। একই সঙ্গে বাড়ির মন্দিরে থাকা প্রতিমা ভাঙচুর এবং জমি দখলে নিয়েছেন।

রাজশাহীর পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, অভিযোগ পেয়ে বাঘা থানা-পুলিশ আসামি আলতাফকে গ্রেপ্তার করে। একই সঙ্গে দখল হওয়া বাড়ি ও জমি উদ্ধার করে রনজু দোবেকে বুঝিয়ে দেওয়া হয়। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের নামে মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর আলতাফকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।