রাজশাহীতে ‘শেখ রাসেল দিবস জুনিয়র টেনিস টুর্নামেন্ট ২০২১’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেল ৫টায় অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে নানকিং গ্রুপের সহযোগীতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএমসহ আমন্ত্রিত অতিথিরা।