রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গত ২৪ ঘণ্টার (২১ মার্চ) অভিযানে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর আরএমপি নিউজের।
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ৮ জন, রাজপাড়া থানা ৫ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহ মখদুম থানা ১ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, কর্ণহার থানা ২ জন, দামকুড়া থানা ৩ জন ও ডিবি পুলিশ ১ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি। এ ছাড়া ২৩ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরএমপি জানিয়েছে, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২৮৩ গ্রাম হেরোইন, ৩১৫ গ্রাম গাঁজা, ৫৩টি ইয়াবা বড়ি, ৩৯ বোতল ফেনসিডিল ও ৭ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়।