রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ ২ লাখ টাকা ও জুয়ার সরঞ্জামসহ ২৪ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামীরা হলো মো. আঃ রশিদ (৪০), মো. সেলিম রেজা বিষু(৩৪), মো. বেলাল হোসেন(৪০), মো. মোতাহার হোসেন (৪৬), মো. মনিরুল(৪০), দিপক রায়(৩২), মোঃ সোহেল রানা(৩৩), মোঃ রবিউল(৩৮), মোঃ আকবর আলী(৪৩), কাজী ছোটন(৪৬), আবু হেনা মোস্তফা কামাল(৪৭), হাবিবুর রহমান(৫৫), মোঃ গিয়াস(৪০), মো. মুন্না(৪৫), মোঃ তসলিম(৪৬), মো. খোকন(৪৬), সামিউল ইসলাম জনি(৩২), শ্রী রঞ্জন অধিকারী(৪৭), মো. জাফর ইকবাল(৩৬), মনিরুল ইসলাম(৩৬), মোঃ পিংকু(৩৫), মো. মনির হোসেন(৪৮), মো. উজ্জল হোসেন(২৬) ও আ. মালেক (২৫)।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানায়, ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের চারটি দল গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার বাস টার্মিনাল এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ২৪ জনকে গ্রেপ্তার করে। এ সময় আসামীদের কাছ থেকে নগদ ২ লাখ টাকা, দুটি কাঠের বক্স ও তাস উদ্ধার করা হয়।