গাঁজাসহ গ্রেপ্তার মাদক কারবারি। ছবি : আরএমপি

রাজশাহীতে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার মাদক কারবারির নাম পিয়ারুল ইসলাম। তাঁর বয়স ৩৩ বছর। তিনি রাজশাহীর মোহনপুর থানার বসন্ত কেদার গ্রামের বাসিন্দা। খবর আরএমপি নিউজের।

আরএমপি জানিয়েছে, মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পবা থানার মধুসূদনপুর এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছেন।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম বিকেল সাড়ে ৫টায় ঘটনাস্থল থেকে আসামি মো. পিয়ারুলকে গ্রেপ্তার করে।

এ সময় আসামির কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামি জানান, গাঁজাগুলো আরেক মাদক কারবারি মো. সনির (২৭) কাছ থেকে কিনেছিলেন। তাঁরা একসঙ্গে দীর্ঘদিন গাঁজার ব্যবসা করছেন।

সেই মাদক কারবারিকে গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা হয়েছে।