রাজশাহীতে একটি কেমিক্যালের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কাদিরগঞ্জে দড়িখরবোনা এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর যুগান্তরের।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কাদিরগঞ্জে দড়িখরবোনা এলাকায় কেমিক্যালের গুদামে আগুন লাগে। আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে।’
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।