রাজশাহীতে ৭০ পিস ইয়াবা বড়ি, ২০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা-পুলিশ।
আজ রোববার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৫ মিনিটে আসামিকে গ্রেপ্তার করা হয়। খবর আরএমপি নিউজের।
গ্রেপ্তার আসামির নাম মো. আলফাজ আলী (৩০)। তিনি রাজশাহীর মতিহার থানার তালাইমারী বৌ বাজার এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শিরোইল রেলস্টেশন-সংলগ্ন এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার জন্য অবস্থান করছেন। পরে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মন পিপিএম-এর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।