রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৩ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় দুজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। খবর আরএমপি নিউজের।
আরএমপির বিভিন্ন থানা এলাকায় ২ মে (মঙ্গলবার) থেকে ৩ মে (বুধবার) পর্যন্ত এসব অভিযান পরিচালনা করেন থানা ও গোয়েন্দা শাখার সদস্যরা।
আরএমপি সূত্রে জানা যায়, বোয়ালিয়া মডেল থানা এলাকা থেকে তিনজন, রাজপাড়া থানা এলাকা থেকে একজন, চন্দ্রিমা থানা এলাকা থেকে একজন, মতিহার থানা এলাকা থেকে দুজন, কাটাখালী থানা এলাকা থেকে দুজন, পবা থানা এলাকা থেকে একজন ও কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করf হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাতজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। এছাড়া দুজনকে ১৮.২০ গ্রাম হেরোইনসহ ও অন্য অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।