রাজশাহীতে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ওই সময় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার নগর পুলিশের ডিবি অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। খবর সমকালের।

গ্রেপ্তার আসামিরা হলেন রাজশাহী মহানগরের আরেফিন আহাদ খান সানি, একই এলাকার মোস্তাক আহম্মেদ ফাহিম, পারভেজ ও চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কড়াইতলার সাব্বির সরকার।

সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আল মামুন জানান, ১২ ফেব্রুয়ারি নওগাঁর নিয়ামতপুরের দেলোয়ার হোসেন মন্ডল নামের এক ব্যবসায়ীকে মোবাইল ফোনে কল করে লোকনাথ স্কুলের সামনে আসতে বলেন এক অপরিচিত ব্যক্তি। ওই ব্যবসায়ীর কাছে তাঁরা চুল বিক্রি করবেন বলে ফোনে জানান।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেলোয়ার তাঁর ভাইকে নিয়ে লোকনাথ স্কুলের সামনে আসেন। সেখান থেকে সানি ও ফাহিম তাদের অপহরণ করে হেতেমখাঁ বড় মসজিদের কাছে একটি ভবনে আটকে রাখেন। অপহরণকারীরা সেখানে তাঁদের মারধর করেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ওই ব্যবসায়ীকে মারধরের পর সেখানে আরও দুজন উপস্থিত হন। তাঁরা দেলোয়ারকে অস্ত্রের ভয় দেখিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। দিতে রাজি না হওয়ায় আবারও ওই ব্যবসায়ীকে মারধর করা হয়। পরে বাধ্য হয়ে ৫০ হাজার টাকা দিতে রাজি হন ব্যবসাীয় দেলোয়ার।

মুক্তির পর ব্যবসায়ী থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার অপহরণকারী চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় অপহরণ ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।