রাজবাড়ী সদর থানা-পুলিশের অভিযানে ৫০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৯ অক্টোবর) রাজবাড়ী সদর থানাধীন কাজীবাধা গ্রাম থেকে আসামি মো. সেতু শেখকে (২০) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।