পুলিশি হেফাজতে আসামি। ছবি: পুলিশ নিউজ

রাজবাড়ী সদর ও পাংশা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) পাংশা মডেল থানাধীন শান্তির খোলা এলাকা থেকে আসামি মো. আব্দুল ওহাব মোল্লা (৪৪) ও মো. ফারুক বিশ্বাসকে (২৯) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়। তাঁদের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা থানা এলাকায়।

অন্যদিকে, রাজবাড়ী সদর থানাধীন বাগমাড়া এলাকা থেকে আসামি মো. নাজমুল হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়। তাঁর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর থানা এলাকায়।

জেলা পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।