রাজবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। জেলার পাংশা থানার বাগদুলী ডাঙ্গীপাড়া এলাকা থেকে ২০ মার্চ (রোববার) বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই আসামির নাম মো. আকরাম হোসেন (৩৫)। তাঁর কাছ থেকে ৮০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, পাংশা থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২০ মার্চ বেলা সাড়ে ৩টার দিকে পাংশা থানার বাগদুলী ডাঙ্গীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮০টি ইয়াবাসহ আকরামকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।