রাজবাড়ীতে অভিযান চালিয়ে গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২২ মার্চ (মঙ্গলবার) দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম মো. আলমগীর মণ্ডল ওরফে রাজ (২৪)। তাঁর কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রাজবাড়ীর কালুখালী থানার রাইপুর এলাকায় ২২ মার্চ বেলা পৌনে ২টার দিকে অভিযান চালিয়ে গাঁজাসহ আলমগীরকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে কালুখালী থানায় মামলা হয়েছে।