রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে বালিয়াকান্দি থানাধীন সোনাপুর বাজার থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. হাছান শেখ (২৫) বালিয়াকান্দি থানা এলাকার বাসিন্দা।
আসামির বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।