রাজবাড়িতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার মো. ফিরোজ

রাজবাড়ীর সদর থানার পুলিশ গতকাল রোববার (৬ মার্চ) অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই মিঠু ফকির সঙ্গীয় ফোর্সসহ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার সময় চরখানখানাপুর নতুন বাজার (ছোট ব্রিজ) সংলগ্ন জনৈক ফটিক সরদারের দোকানের সামনের পাকা রাস্তার ওপর থেকে মো. ফিরোজ মোল্লা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।

এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন।